সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল নিহতের লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের নাম ফাতেমা আক্তার (১৩)। সে উপজেলার চুন্টা ইউনিয়নের রসূলপুর গ্রামের কৃষক তাজু মিয়ার কন্যা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার সকালে কিশোরীর পিতা-মাতা ধান ছুঁড়ার কাজে বেরিয়ে পড়ে। এই ফাঁকে ঘরের তীরের সঙ্গে মাফলার পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরী আত্মহত্যা করে। তবে কিশোরীর আত্মহত্যার কারণ জানা যায়নি।