নাজমুল করিম ফারুক, তিতাস :
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শাহপুর গ্রামের লিলু ভূইয়ার কন্যা হালিমা আক্তারকে একই উপজেলার দড়িকান্দি গ্রামের শহীদুল্লাহর পুত্র আলমাছ মিয়ার সাথে চার বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর প্রথম পর্যায়ে স্বামীকে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে আরোও ২৫ হাজার টাকা যৌতুক দেয়া হয়। তারপরও হালিমার স্বামী বিদেশ থেকে এসে পূর্ণরায় তাকে আরো এক লক্ষ টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। হালিমার পরিবার টাকা দিতে অপরগতা প্রকাশ করলে গত রোববার দিবাগত রাতে হালিমার স্বামী আলমাছ, ছোট ভাই মহিউদ্দিন, শাশুরী ও ভাবী মিলে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়। হত্যার পর হালিমার লাশটি তার স্বামী দাউদকান্দি উপজেলা (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে বারান্দায় ফেলে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ গৌরীপুর পুলিশ ফাড়িকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিলা মর্গে পাঠায়। গৌরীপুর পুলিশ ফাড়ি সূত্রে জানা যায়, এ হত্যাকান্ডের ঘটনায় তিতাস থানায় মামলার প্রস্তুতি চলছে।