বিএনপির রোড মার্চ উপলক্ষে দাউদকান্দিতে যুব দলের প্রস্তুতি সভা

শামীমা সুলতানা :
সোমবার ২ জানুয়ারি দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বেগম খালেদার জিয়ার চট্টগ্রামে রোড মার্চ উপলক্ষে দাউদকান্দি যুব দলের এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর কলেজের হল রুমে দাউদকান্দি যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও দাউদকান্দি উপজেলা সহ-সভাপতি কে.এম. আই খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিলা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মোহন, সহ-সভাপতি পিটার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রিপন, উপজেলা যুব দলের ইউনিয়ন কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ যুবদল, ছাত্রদল. মহিলাদল. শ্রমিকদল, ওলামাদল এবং উপজেলার বিভিন্ন চেয়ারম্যান। বক্তারা বলেন, ‘যে কোনো মূল্যে রোড মার্চকে সফল করতেই হবে। বাঁধা দিলে সরকারকে এর ভয়াবহ পরিণাম বহন করতে হবে’। প্রস্তুতি সভা পরিচালনা করেন, দাউদকান্দি যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন।

Check Also

কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব॥ ৪ জোয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি :– সম্প্রতি সময়ে কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব চলছে। বৃহস্প্রতিবার সকালে ৪ জুয়ারিকে ...

Leave a Reply