এম.আমজাদ চৌধুরী রুনু মালয়েশিয়া থেকেঃ
গতকাল রাত ১২ টা ১ মিনিটে বরণ করে নতুন বছর ২০১২, আনন্দে আত্মহারা মালয়েশিয়ান নাগরিক, আবাল বৃদ্ধ বণিতা-সকলে সারা দিন কাঁটিয়ে সময় গুনছে একসাথে কখন বাজবে ১২টা ১ মিনিটের ঘন্টা।২০১২ সাল কে বরণ করবে বলে কুয়ালালামপুর মারডেকা মাঠে ২০ হাজারের বেশী জনসাধারণ মিলিত হয় এক সাথে।মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও বরন করে ২০১২ নতুন সাল অনেক প্রবাসি বাংলাদেশী বিভিন্ন প্রদেশ হতে জমায়েত হন মালয়েশিয়া কুয়ালালামপুর মারদেকা মাঠে ইংরেজী নবর্ষকে বরণ করার জন্য । নববর্ষ উপলক্ষে হাজার হাজার বর্ণিল আতসবাজী মাত করে তুলে মালয়েশিয়ার কুয়ালা-লামপুর শহরকে। নববর্ষের অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা-রানীও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া টিভি চ্যানেল দুয়া কনছেট আয়োজন করে বিশাল এ অনুষ্ঠানের। সব মিলে কোন কিছুর কমতি ছিলনা বরণ করে নেবার নতুন বছর ২০১২-তে। ২০১১ সালের সকল কর্মকান্ড পিছনে রেখে নতুন বছরের শপথ নিয়েছে সকলে। আরও ভালো কিছু করবে দেশের জন্য জাতির জন্য। গত বছরে যা করেছে,সে থেকে আরও ভালো কিছু করবে ২০১২ সালে বলেছেন মালয়েশিয়ার রাজা। একটি জাতি চায় সুন্দর দেশ। এই সুন্দর দেশটি সাজিয়ে তুলেছেন ডঃ মাহাতির মোহাম্মদ,স্বরন করেছেন তিনাকে,দেশের মানুষ। ভালোবাসি দেশকে,ভালোবাসি দেশের মানুষকে।আজ আনন্দে আতœহারা সকল মালয়েশিয়ার জনসাধারণ। মনের আনন্দে বরণ করে ২০১২ সালকে, আরও এগিয়ে নিয়ে যাবে দেশের উজ্জল ভবিষৎ বাস্তবায়নে প্রত্যাশা রাখেন বর্তমান প্রধানমন্ত্রী ডাতুক শ্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আব্দুর রাজ্জাক। আতসবাজীর মধ্যেদিয়ে শেষ হয় নতুন বছরকে বরন করা।
Check Also
রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...