কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নগরীর বৈধ অস্ত্র লাইসেন্সধারীদের ১৩৮টি অস্ত্র সিটি কর্পোরেশন এলাকাভূক্ত কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিন থানায় জমা দিয়েছেন। পুলিশ সূত্র জানায়, মেয়র প্রার্থীদের মধ্যে শুধুমাত্র অধ্যক্ষ আফজল খান ও মনিরুল হক সাক্কু’র দু’টি অস্ত্র ছিল। ইতিমধ্যে ওই দু’টি অস্ত্র আদর্শ সদর থানায় জমা দিয়েছেন। কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এ থানায় বৈধ আগ্নেয়াস্ত্রধারীর সংখ্যা ১১টি। তার মধ্যে ৭টি ব্যক্তিগত ও ৪টি ব্যাংকের। ব্যাক্তিগত অস্ত্রগুলো ইতোমধ্যে জমাদান সম্পন্ন হয়েছে। এছাড়া দক্ষিন থানায় তালিকাভূক্ত ২৮ জনের মধ্যে ২৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এদিকে আদর্শ সদর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, গতকাল সন্ধা পর্যন্ত এ থানায় ১৩১টি অস্ত্র জমা পড়েছে। তিনি আরো জানান, এ থানা এলাকায় বৈধ অস্ত্রধারী রয়েছে ২০৫জন। এছাড়া ১১৩জন তালিকাভূক্ত সন্ত্রাসীর মধ্যে ১২জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...