নাঙ্গলকোট সংবাদদাতা:
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনে নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লাস্থ নাঙ্গলকোট উপজেলাবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কুমিল্লা মডার্ণ স্কুল মিলনায়তনে আ’লীগ নেতা এডভোকেট মজিবুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল । উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার আ’লীগের সাবেক য্গ্মু সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি এডভোকেট সালাহ উদ্দিন আহমেদ। সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মো. শাহ্জাহান মজুমদার, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. সামছু উদ্দিন (কালু), স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ্জাহান ভূঁইয়া, সেক্রেটারী মো. জাকির হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি মো. ইউছুপ ভূঁইয়া, সেক্রেটারী শাহ মো. খোরশেদ আলম, যুবলীগ নেতা মুজিবুল হক বাদল, পল্লী বিদ্যুতের পরিচালক মো. ফজলু প্রমুখ নেতৃবৃন্দ।
নাঙ্গলকোটের পাঁচশতাধিক লোকের উপস্থিতিতে সকল বক্তাই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী প্রবীন নেতা অধ্যক্ষ আফজাল খান কে আনারস প্রতীকে কুমিল্লাস্থ নাঙ্গলকোট বাসীকে আগামী ৫ জানুয়ারী ভোট দেয়ার অনুরোধ জানান।
সভার মাঝামাঝি পর্যায় প্রধান অতিথি অনাকাঙ্খিতভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য উৎপাত শুরু করিলে সভাপরিচালনা কারিগণ বক্তৃতার সুযোগ দেন। প্রধান অতিথির বক্তব্যের পর মিটিংয়ের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। ফলে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকার পরও তাদের সুপরামর্শ মুলক বক্তব্য দেয়ার সুযোগ হয়নি। এতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। সভায় যারা বক্তব্য দেয়ার সুযোগ পায়নি তারা হলেন লাকসাম থেকে নির্বাচিত সরকার দলীয় সাংসদ আলহাজ্ব তাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল করিম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার মুন্নি, আবু তাহের চেয়ারম্যান, যুবলীগ সভাপতি আবদুল মালেক, চেয়ারম্যান আশিকুর রহমান দোলন খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল আলম ও নাঙ্গলকোটের অনেকেরই সুপরিচিত মহিলা সাংবাদিক জেসি আলভী।
জানা যায়, কুমিল্লায় অবস্থিত নাঙ্গলকোট অধিবাসীদের মধ্যে প্রায় ১৫ হাজার ভোটার রয়েছে।