আরিফুল ইসলাম সুমন ॥
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার তিনদিন ব্যাপী এই পাগলা মেলা শুরু হয়। কিন্তু চলবে সপ্তাহব্যাপী। উপজেলার শাহবাজপুর পুলিশ ফাঁড়ি অদূরে এই মেলায় অবাধে চলছে জুয়া ও গাঁজার আসর। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে নীরব। প্রশাসনের অনুমতিবিহীন এই মেলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। জমজমাট এ পাগলা মেলায় বিভিন্ন এলাকার জুয়ার সম্্রাটরা বসিয়েছে জুয়ার আসর। জুয়াড়ি তাজুল, বাবুল ও আউয়াল জানান, পুলিশ ও ডিবির সাথে চুক্তি করেই জুয়ার আসর বসানো হয়েছে। এছাড়াও এই এলাকার বেশক’জন লোককে জুয়া বোর্ড থেকে চাঁদা দেয়া হচ্ছে। এ বিষয়ে শাহবাজপুরের বাসিন্দা উপজেলা আ’লীগ নেতা মো. বাবুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে এসব অপরাধ চলছেও পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না । বিষয়টি এলাকার লোকজনদের ভাবনায় ফেলে দিয়েছে। এ ব্যাপারে শাহবাজপুর ফাঁড়ির আই সি আবুল হোসেন বলেন, জুয়ার বিষয়টি আমার জানা নেই। খবর পেয়ে গিয়েছিলাম কাউকে পায়নি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। মেলায় জুয়া খেলতে দেয়া হবে না। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম বলেন, প্রশাসনের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে সম্পূর্ণ বে-আইনি ভাবে শাহবাজপুর বাঘার মেলা পরিচালনা করছে। সেখানে জুয়ার বিষয়ে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। মেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিন্টু মিয়া বলেন, চেষ্টা করেও মেলায় জুয়া খেলা বন্ধ করতে পারছি না।