মুক্তিযুদ্ধের ৪০ বছরেও ভাতা পায়নি এক শহীদ পরিবার

জিএম ইসমাইল :
স্বাধীনতার ৪০ বছর পার হলেও এখনও কোন ভাতা পায়নি নবগঠিত মনোহগঞ্জের এক শহীদ মুক্তিযোদ্ধার পরিবার। বিভিন্ন দপ্তরে দার না দিয়েও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারটি তাদের প্রাপ্ত ভাতা নিশ্চিত করতে পারেনি। এমন অভিযোগ করেন মুক্তিযোদ্ধার পরিবারটি। তারা বলেন সরকার তাদেরকে মুক্তিযোদ্ধাদের পক্ষে শক্তি বলছে কিন্তু মক্তিযোদ্ধা পরিবারদের কোন প্রকারের সাহায্য-সহযোগিতা করছে না এবং তাদের খবরাখবর নিচ্ছে না। জানা যায় শহীদ মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের ছেলে মোঃ শফিকুর রহমান মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও শহীদ মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পক্ষে সকল কাগজপত্র দাখিল করেন। শহীদের ছেলে খোরশেদ আলম বলেন অপর এক ব্যক্তি সিপাহি খোরশেদ আলমের মুক্তি ভাতা নম্বর ব্যবহার করে মুক্তিযোদ্ধা ভাড়া উত্তোলন করেন আসছে। ঐ ব্যক্তি শহীদ মুক্তিযোদ্ধার মুক্তি ভাতা নং ০২০৪০৭০১৯৬ ব্যবহার করে দীর্ঘ ৫বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করে আসছে। কিন্তু এই ব্যাপারে স্থানীয় প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কোন ব্যবস্থা গ্রহণ করেনি। শহীদের ছেলে সফিকুর রহমান দ্রুত এই সমস্যা সমাধান করে তার পিতার মুক্তিযোদ্ধা ভাড়া প্রদান করার জন্য সরকারের ও স্থানীয় প্রশাসনের নিকট আবেদন জানান।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply