কুসিক নির্বাচনে শুক্রবার জুম্মার নামাযকে কেন্দ্র করে মসজিদ ভিত্তিক প্রচারনা
সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা : 1. নগরীর চকবাজার এলাকায় গনসংযোগ করছেন মনিরুল হক সাক্কু । ২) সাহাপাড়া এলাকায় গনসংযোগ করছেন এয়ার আহম্মেদ সেলিম। ৩) তেলিকোনায় গনসংযোগ করছেন আফজল খানের পক্ষে তার ছেলে ইমরান খান।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মসজিদ ভিক্তিক প্রচারণা ছিল প্রার্থীদের অন্যতম কৌশল। প্রতিটি প্রার্থীই কোন না কোন মসজেদে ফজরের নামায শেষে গনসংয়োগে নামছেন প্রতিদিন এদিকে গতকাল শুক্রবার নির্বাচনের পূর্বে শেষ জুম্মার নামায কে কেন্দ্র করে প্রতিটি প্রার্থী মসজিদে ভিড় করেন গংসংযোহের উছিলায়। এই লক্ষ্যে নগরীরর আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা গতকাল শুক্রবার জুম্মার নামায আদায়ে বিভিন্ন মসজিদে যান। আ’লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খান নামায আদায় করেন তার পিতামহ চান খা’র নামে প্রতিষ্ঠিত ঠাকুরপাড়া এলাকার মসজিদে। এছাড়া তিনি মর্ডান কমিনিটি সেন্টারে নেতাকর্মী ও সমর্থকদের সাথে সোজন্য সাক্ষাৎ করেন। এসময় কুমিল্লা জেলা আ’লীগের যুগ্ন আহবায়ক আ.হ.ম লোটাস কামাল এমপি উপস্থিত ছিলেন। দুপুরে সদর আসনের এমপি আ.ক,ম বাহা উদ্দিন বাহার মোগলটুলী এলাকায় আফজল খানের পক্ষে গনসংযোগ করেন।তাছাড়া তালপুকুর পাড়, হাজারিপট্রি,হযরতপাড়া,বাগিচাগাও এলাকায় গনসংযোগ করেন। সম্মিলিত নাগরিক কমিটির মনিরুল হক সাক্কু জুমার নামাজ আদায় করেন শুভপুর জামে মসজিদে। এছাড়াও সংরাইশ, টিক্কাচর, সুজানগর, এলাকায় গনসংযোগ করেন। জাতীয় পার্টির প্রার্থী এয়ার আহমেদ সেলিম নামাজ পড়েন থিরা পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়া মুরাদপুর, হযরত পাড়া, নমশুদ্রপাড়া, উনাইশার,ন আশ্রাফপুরে গনসংযোগ করেন। এদিকে নগরীর ছোটরা এলাকায় গনসংযোগ করছেন নƒর-উর রহমান মাহমুদ তানিম
নুর উর রহমান মাহমুদ তানিম বলেন পত্রিকায় তার গনসংযোগের খবর জেনে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রভাবশালী এক প্রার্থীর পক্ষের লোকজন গিয়ে হুমকি দিচ্ছে। এজন্য গনসংযোগের বিষয়টি জানাতে অস্বীকৃতি জানান। তিনি জুমার নামাজ পড়েন ছোটরা জামে মসজিদে। এডভোকেট আনিসুর রহমান মিঠু নামাজ পড়েন কালিয়াজুড়ী জামে মসজিদে। এছাড়া গনসংযোগ করেন সংরাইশ, ধনেশ্বর, মহেশপুর ও চর্থা এলকায়।