শামসুজ্জামান ডলার, মতলব উত্তর (চাঁদপুর) :
পোলিও মুক্ত রাখতে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ জামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, ইপিআই টেকনিশিয়ান মোঃ বিল্লাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক এসএম জাহাঙ্গীর হোসেন, ইলিয়াছুর রহমান, আইসিডিডিআর’বি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।
এডভোকেসি সভায় জানান, ৭ জানুয়ারী প্রথম রাউন্ড এবং ১১ ফেব্র“য়ারী ২য় রাউন্ড। টিকাদান কেন্দ্র সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ১ম রাউন্ডে ০-৫৯ মাস বয়সী সকল শিশুকে ২ ফোটা পোলিও টিকা খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী সকর শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল হবে। ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
২য় রাউন্ডে ০-৫৯ মাস বয়সী সকল শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ২৪-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।
যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। যদি কোন শিশু ১ মাসের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে থাকে তবে সেই শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যাবে না।