রিয়াদে আব্দুর রাজ্জাক স্বরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

সাগর চৌধুরী :-

আওয়ামী লীগ নেতা, বর্ষিয়ান রাজনৈতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, জননেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সৌদি আরবের রিয়াদে বসবাসরত বাংলাদেশীদের মাঝে । যার বিচরনে রাজনৈতিক অঙ্গন সরব ছিল, সেই নেতা আজ তাদের মাঝে নেই, আছে শুধু স্মৃতি আর তার কৃর্ত্তি । আওয়ামী লীগ, বাকশাল এবং ঘাতক দালাল নির্মূল কমিটি‘র মত সংগঠনের অন্যতম সংগঠকও ছিলেন এই নেতা । তার স্বরনে গত ২৭ ডিসেম্ভর‘১১মঙ্গল বার ৮.৩০ রিয়াদের একটি খ্যাতনামা হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ রিয়াদ কেন্দ্রীয় শাখা আয়োজন করে শোকসভা এবং দোয়া অনুষ্ঠান ।এতে সভাপতিত্ব করেন রিয়াদ আওয়ামী লীগের সি.সহসভাপতি মহীউদ্দিন । শোক সভার শুরুতে মরহুমের আত্ত্বার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন ক্বারী আঃ সালাম ।এতে মরহুমের স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন, মোঃ আলী নূর,কাজী সেলিম রেজা, হাজী আঃওহাব ,জাকির হোসেন, সালাহউদ্দিন , আবুল খায়ের ,আব্দুস সালাম ,মিজানুর রহমান, আবছার ,ডাঃকামরুল হাসান, আঃ রহমান চৌধুরী,খাদেমুল ইসলাম, মেহেদী হাসান ,সাহিদ প্রমূখ । সভা পরিচালনা করেন সেলিম ভূঁইয়া ।

Check Also

রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...

Leave a Reply