কুসিক নির্বাচনে ইভিএম পদ্ধতির বিকল্প নেই-সিইসি

সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :

কুমিল্লা সিটি করর্পোরেশনে (কুসিক) সুষ্ঠু নির্বাচন করতে হলে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড.এটিএম শামসুল হুদা।

গতকাল কুমিল্লা টাউন হলে আয়োজিত সিসিসি নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, এ নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার করা হচ্ছে। কুসিক নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রত্যেকটি কেন্দ্রেই সিসি টিভি থাকছে-এ কথা জানিয়ে সিইসি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ১২০০ র‌্যাব সদস্য ২হাজার পুলিশ ও অগনিত আনসার নিয়োজিত থাকবেন। এ সময় আগামী ৩ জানুয়ারি থেকে বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশে না করার আহ্বান জানিয়েছেন তিনি। এটিই এ কমিশনের শেষ নির্বাচন। আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply