জামাল উদ্দিন স্বপন:
গত ২৫শে ডিসেম্বর লাকসাম ফেইস ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে বৃহত্তর লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন -এর মতবিনিময় সভা ও উত্তর পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ওমর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাস, সুখেন সাহা, অধ্যক্ষ আমিরুল মোমেনীন ভূঁইয়া, মিজানুর রহমানসহ এসোসিয়েশন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে কিন্ডারগার্টেনসমূহে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। এতে কিন্ডারগার্টেনের প্রতি মানুষের আস্থা বাড়বে। তিনি কিন্ডারগার্টেনসমূহে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে ২০১১ সালে অনুষ্ঠিত এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার উত্তরপত্র বিতরণ করা হয়। এ সময় এসোসিয়েশনের পক্ষ থেকে ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের জন্য শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।