কচুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

আলমগীর তালুকদার, কচুয়া :
কচুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও ভেজাল দ্রব্য মিশানোর দায়ে দু’টি বেকারীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রহিমানগর দক্ষিন বাজারস্থ পনশাহী গ্রামের এমরানের কর্ণফুলী বেকারী ১৫ হাজার টাকাও কচুয়া বাজারে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন । গতকাল সোমবার বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এছাড়া রহিমানগর বাজারে কয়েকটি পাল্লা জব্দ করা হয় ও ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া। এ সময় উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর আঃ রশিদসহ স্থানীয় সাংবাদিকও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগন উপস্থিত ছিলেন।

কচুয়ায় ৫ দোকানে চুরি ॥ লক্ষাধিক টাকার মালামাল লুট
কচুয়া পৌরসভাধীন উপজেলা পরিষদের নাকের ডগায় অবস্থিত ৫টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। রবিবার মধ্য রাতে উপজেলার সামনে চুরির এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানাগেছে- সংঘবদ্ধ একটি চোরের দল ওই দিন রাতে রাশেদের শিউলি কম্পিউটার সেন্টারের ১শ’ সেট স্ট্যাম্প, নগদ ৭ হাজার টাকা ও একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। এছাড়া অসীম পোদ্দারের অপূর্ব স্টোর থেকে ২টি মোবাইল সেট, ১টি ইন্টারনেট মডেম ও নগদ ২ হাজার টাকা নিয়ে যায়, ইদ্রিছ আলম (ইদু কমিশনার) এর কার্যালয় থেকে নগদ ৬ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এছাড়া নন্দন সাহা স্টোরের নগদ ৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল ও আঃ রবের হোটেল থেকে ৫ বস্তা ময়দা নিয়ে যায়। সব মিলিয়ে ৫টি দোকানে এক লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবী করেন। এ ঘটনায় শিউলি কম্পিউটারের পরিচালক রাশেদ হোসাইন কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply