শামসুজ্জামান ডলার, মতলব উত্তর (চাঁদপুর) :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ীতে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন পরীক্ষার্থী।
গতকাল সোমবার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের হাতে ফলাফল তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক। এ সময় সাংবাদিক, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৯শ’ ৯২জন, ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১৬৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫(এ+) পেয়েছে- বালক-৩৬জন, বালিকা-৫৫ জন। জিপিএ-এ পেয়েছে- বালক-৩৭১ জন, বালিকা- ৪৮০ জন। জিপিএ- (এ মাইনাস) পেয়েছে- বালক- ৪১৭ জন, বালিকা- ৫৬২ জন। জিপিএ-বি পেয়েছে- বালক-৬০৭ জন, বালিকা- ৭১৯ জন। জিপিএ-সি পেয়েছে- বালক ১১০৬ জন, বালিকা- ১০৯৫ জন। জিপিএ- সি পেয়েছে- বালক- ৩০১ জন, বালিকা- ২৪৩ জন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল বালক- ২৯৫৫ জন, বালিকা- ৩২৪০ জন। সকল বিষয়ে অংশগ্রহনকারী বালক- ২৮৩৮ জন, বালিকা- ৩১৫৪ জন।
মাদ্রাসা ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ-৫ নেই, জিপিএ-এ পেয়েছে বালক ১২ জন, বালিকা ১০ জন। জিপিএ- (এ মাইনাস) পেয়েছে- বালক- ২৯ জন, বালিকা- ১৩ জন। জিপিএ-বি পেয়েছে- বালক-৩১ জন, বালিকা- ১৯ জন। জিপিএ-সি পেয়েছে- বালক ৪০ জন, বালিকা- ৪৯ জন। জিপিএ- সি পেয়েছে- বালক- ৩০ জন, বালিকা- ৩১ জন। ইবতেদায়ীতে মোট পরীক্ষার্থী ছিল, বালক-১৮৫ জন, বালিকা-১৪৫ জন। সকল বিষয়ে অংশগ্রহণকারী বালক-১৪২ জন, বালিকা-১২২ জন।