কুমিল্লা প্রতিনিধি :
রিটার্নিং অফিসার কার্যালয় সুত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টায় কুসিক এলাকার ১৬ নং ওয়ার্ডে নির্ধারিত সময়ের পর মাইকিং করে প্রচারণা চালানোর অভিযোগে সিটি কর্পোরেশন বিধি ৬ (১৩) (খ) অনুযায়ী মেয়র প্রার্থী এয়ার আহমেদ সেলিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্যাট মুহাম্মদ নজরুল ইসলাম ওই জরিমানা করেন। একই অভিযোগে কুসিক এলাকার ৬ নং ওয়ার্ডের মোশাররফ মিয়াকে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মুহাম্মদ সাইফুল ইসলাম আরিফ।