সাগর চৌধুরী :-
সৌদি আরবের রিয়াদে প্রবাসী বি বাড়িয়া জেলার নবীনগর বি,এন,পি‘র বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ২২ ডিসেম্বর’১১ বৃহঃবার রাত ৯.০০ টায় ফোর ষ্টার হোটেলে । এতে সভাপতিত্ব করেন নবগঠিত প্রবাসী নবীনগর বি,এন,পি‘র সভাপতি আমিনুল ইসলাম আইনুল । প্রধান অতিথি ছিলেন শফিকুল ইসলাম সাঃ সম্পাদক প্রবাসী বি বাড়িয়া জেলা বি,এন,পি । বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বি,এন,পি নেতা শহিদ উল্লাহ ভূঁইয়া, আঃ রহিম সভাপতি সেচ্ছাসেবক দল সৌদি আরব । কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করেন কবির আহমেদ যুগ্ন সাঃ সম্পাঃ প্রবাসী বি বাড়িয়া জেলা বি,এন,পি । অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী হোমনা বি,এন,পি নেতা আল আমিন সরকার । বক্তব্য রাখেন, তাজুল ইসলাম দপ্তর সম্পাদক প্রবাসী বি বাড়িয়া জেলা বি,এন,পি, দেলোয়ার হোসেন সাঃ সম্পাদক প্রবাসী নবীনগর বি,এন,পি, ইউনূছ আহমেদ সাংগঠনিক সম্পাদক প্রবাসী নবীনগর বি,এন,পি, নজরুল ইসলাম, মোঃ হোসেন, লিটন সরকার, দুলাল উদ্দিন প্রমূখ । উপস্হিত ছিলেন প্রবাসী কুমিল্লা, বি বাড়িয়াসহ বিভিন্ন জেলার বি,এন,পি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু । অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
প্রবাসী নবীনগর বি,এন,পি নেতা মামুনুর রশিদ মামুন । সভায় ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত প্রবাসী নবীনগর বি,এন,পি‘র কমিটি ঘোষনা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ।