আরমগীর তালুকদার, কচুয়া, চাঁদপুর : শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বাণিজ্য সচিব মোঃ গোলাম হোসেনসহ অতিথিবৃন্দ
সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুযা উপজেলায় গত কয়েকদিনের কনকনে শীতে জনজীবন বিপন্ন । নিজ মাতৃভূমির অসহায় ও গরীব মানুষের কষ্টে শীত বস্ত্র নিয়ে ছুঠে এলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ গোলাম হোসেন। ব্যক্তিগত উদ্যোগে গতকাল রবিবার কচুয়ার মিয়ার বাজার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে এলাকার গরীব, দুস্থ ও অসহায় লোকজনের মাঝে প্রায় ২ হাজার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ সময় কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া, ,বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন মিয়া, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল ইসলাম রাসেল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।