রিয়াদের ট্রাভেল কনসাল্ট্যান্ট ইকবাল সবার দোয়া প্রার্থী

সাগর চৌধুরী :-

রিয়াদে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মূখ বিশিষ্ট ট্রাভেল কনসাল্ট্যন্ট ইকবাল হোসেনের হ্রদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে । তার হ্রদযন্ত্রের বাইপাস অপারেশন এবং রিং বসানো পক্রিয়াধীন । রিয়াদে খ্যাতনামা কিং খালেদ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কিং ফাহাদ কার্ডিয়াক সেন্টারে তার হ্রদযন্ত্রের বাইপাস অপারেশন । তিনি দেশ বিদেশে অবস্হানরত সকলের দোয়া প্রার্থী । রিয়াদ শহরের বাথা এলাকার আল খালাফ ট্রাভেলস এর শাখা ব্যবস্হাপক । তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলার ফরিদগন্জ উপজেলার রুস্তমপুর গ্রামে ।

Check Also

রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...

Leave a Reply