কুমিল্লা প্রতিনিধি :
অধ্যক্ষ আফজল খান বলেন, ‘আমি যেখানে যাচ্ছি সেখানেই অতীতের মতো জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি। আমি তাদের বলেছি দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। এ ভালোবাসার ঋণ শোধ করার জন্য শেষ সুযোগ দেয়ার জন্য।’
দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘তারা বয়সে তরুণ, তাদের সামনে সোনালী ভবিষ্যৎ পড়ে আছে। আমি আশা করি- দল ও শেখ হাসিনার সম্মানের দিকে তাকিয়ে তারা আমাকে সহযোগিতা করবেন।’
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মেয়র প্রার্থী নুর-উর রহমান মাহমুদ তানিম প্রশ্ন রেখে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় বিষয়টি টেনে আনা কতটুকু যুক্তিযুক্ত?’
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী আনিসুর রহমান মিঠু জনগণ তরুণ নেতৃত্ব চায় দাবি করে বলেন, নির্বাচন থেকে সরে আসার কোনো কারণ নেই। এছাড়া দলের অপর প্রার্থীর শারীরিক অবস্থা আমার চেয়ে খারাপ।’
বৃহস্পতিবার কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরানোর দায়িত্ব দেয়া হয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক বিসিবি সভাপতি আহম মুস্তফা কামালকে।
এদিকে, রোববার দুপুরে কুসিক নির্বাচনের বিষয়ে আফজল খানের সাথে তার নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার আওয়ামী লীগ নেতারা এতে অংশ নেন।