আরিফুল ইসলাম সুমন ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে ফের যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা যানবাহনের যাত্রীদেরকে মারধোর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে সড়কের নাসিরনগর এলাকার ভূইয়া ঘাটে।
এলাকাবাসী জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ৪টি সিএনজি চালিত অটোরিকসাযোগে যাত্রীরা নাসিরনগর যাওয়ার পথে সড়কের ভূঁইয়া ঘাট এলাকায় পৌছলে ১০/১২জনের একটি মুখোশধারী ডাকাতদল রাস্তায় গাছ ফেলে বেরিক্যাড দিয়ে অটোরিকসাগুলো আটক করে। পরে তারা অটোরিকসার যাত্রীদেরকে মারধোর করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। ভূইয়া ঘাট এলাকাটি নাসিরনগর উপজেলার।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, আমি ডাকাতির ঘটনা শুনেছি। এটি সরাইল এলাকায় হয়েছে। ভূইয়া ঘাট ব্রীজের দক্ষিনপাড় সরাইল এলাকায়।