নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার জামায়াতের কমিটি গঠিত

জামাল উদ্দিন স্বপন:
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার ২০১২ সালের জন্য জামায়াতে ইসলামীর কমিটি গঠিত।

গত ২৩ ডিসেম্বর শুক্রবার উপজেলা জামায়াতের অফিসে রুকনদের গোপন ভোটে মাষ্টার আব্দুল করিমকে উপজেলা আমীর,মাষ্টার সাইফ উলাহ কে সাধারণ সম্পাদক, মাওলানা মকবুল আহম্মেদকে সহ সেক্রেটারী করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এড. এ জে, এম ছালেহ উদ্দিন খন্দকারকে পৌরসভা আমির, মাওলানা এস, এম. মাইনদ্দিন কে সেক্রেটারী এবং মাওলানা জাফর আহম্মেদ মজুমদার চেয়ারম্যানকে সহ সেক্রেটারী করে পৌর সভার কমিটি গঠন করা হয়।

Check Also

নাঙ্গলকোটে সম্মেলন ঘিরে বিভক্ত ছাত্রলীগ; বিক্ষোভ ভাংচুর, স্মারকলিপি প্রদান

  বারী উদ্দিন আহমেদ বাবর :– কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে দু’গ্রুপে ...

Leave a Reply