শামীমা সুলতানা, গৌরীপুর. দাউদকান্দি :
দাউদকান্দি উপজেলার বিশ্বরোড মদিনাতুল উলুম ফাজিল মাদরাসায় ২৪ ডিসেম্বর স্থানীয় কয়েকটি কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ দু’দিনের জন্য ১৫ হাজার টাকা ভাড়া নিয়ে বৃত্তিপরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন। পরীক্ষা চলাকালীন সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব ক’টি কক্ষেই আধোআলো আধো অন্ধকারে নকল আর নকলের মধ্যদিয়ে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা চলছে। এব্যাপারে দায়িত্বরতদের প্রশ্ন করলে, তারা কেনো স্বদুত্তর দিতে পারেননি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘ দাউদকান্দিতে কোনো বৃত্তি পরীক্ষা চলছে বলে আমার জানা নেই। বৃত্তির নামে কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের অনৈতিকতার তথ্য পাওয়া গেলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা পশ্চিম শাখার প্রধান উপদেষ্টা কবি, কলামিস্ট মো. আলী আশরাফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন.‘বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা দেশব্যাপী গত ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দারুল উলুমে কিসের বৃত্তি পরীক্ষা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়।’ পরে কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলাম মুঠোফেনে বলেন,‘ আমরা টাকায় এ কেন্দ্রটি ভাড়া নিইনি। ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্যই আমাদের এই আয়োজন’। নকলের অভিযোগ তিনি অস্বীকার করেন।