কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সিটি কর্পেরেশনের ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া এলাকায় গত শুক্রবার গভীর রাতে ১২-১৩ জনের একদল মুখোশধারী ডাকাত দরজা ভেঙ্গে পুলিশ পরিচয়ে হাত-পা বেধে মৃত মমিনুল হকের বাড়ি থেকে নগদ অর্থ,স্বর্নালংকার সহ কমপক্ষে ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়।
পুলিশ সূত্র জানায়, জেলার সদর দক্ষিন উপজেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া গ্রামে মৃত প্রফেসার মমিনুল হকের বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা কলাপসিবল গেটের তালা কেটে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
এসময় সশস্র ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের বেধে ফেলে। পরে আলমারী খুলে নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ৭টি দামী মোবাইল ফোন সেট ও মূল্যবান কাপড় সহ কমপক্ষে ৮ লক্ষাধিকটাকার মালামাল লুটে নেয়।