কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার সাচার গ্রামের জগন্নাথ ধাম সংলগ্নে চিন্তা পোদ্দারের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে ডাকাতরা ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
জানা যায়, মুখোশধারী ১০/১২জনের ডাকাত দল মধু পোদ্দারের গৃহে সিঁধ কেটে ঢুকে গৃহের লোকজনদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকাসহ মালামাল লুটে নেয়। এরপর ডাকাতরা মধু পোদ্দারের ঘরের লোকজনদেরকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে একই বাড়ির তপন মাষ্টারের দরজা খোলার ব্যবস্থা করে। পরে ডাকাতদল গৃহে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহের লোকজনদেরকে জিম্মি করে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও ৫টি মোবাইল সেটসহ বহু সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। গৃহ থেকে লুটে নেয়া মালামালের পরিমান প্রায় ১০ লক্ষ টাকা হবে ধারণা করা হচ্ছে।