কিশোর কুমার :
কচুয়ার উত্তরাঞ্চলে আলু চাষীরা এবার ঝুঁকেছে সরিষা চাষের উপর। আলু চাষ করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে চাষীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ আলী জানান- গত বছর আলু চাষ হয়েছিল ৪৯০০ হেক্টর, তা হ্রাস পেয়ে ৩৫০০ হেক্টর, সরিষা ১১৭ হেক্টর থেকে ৩৫৯ হেক্টর ও গম ১৭০ থেকে ৩৯১ হেক্টর বৃদ্ধি পেয়েছে।
এ অঞ্চলের চাষীরা আমাদের প্রতিনিধিকে জানায়- গত বছর আলু চাষ করে, যা খরচ হয়েছে। আজও তার ঋণ টেনে যাচ্ছি। বাজারে আলুর কেজি মাত্র ৪/৫ টাকা। এবার আলু করে কি হবে? আলু চাষ করে যা খরচ হয়, বিক্রি করে তার অর্ধেকও জোটে না। তাই তারা এবার আলু চাষ না করে সরিষা ও গম চাষের উপর জোড় দিয়েছে। এবারের আবহাওয়া সরিষা ও গমের উপযুক্ত। এমনি আবহাওয়া থাকলে তাদের প্রত্যাশা সরিষা ও গম ভাল ফলন হবে।