সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
কুমিল্লা জেলা আ’লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত মোতাবেক কেন দলীয় সমর্থিত প্রার্থী আফজাল খানের পক্ষে কাজ না করে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছে বিষয়টির ব্যাখ্যা চেয়ে জেলা ছাত্রলীগ সভাপতি গতকাল শুক্রবার সাধারণ সম্পাদক সহ ৭ জনকে চিঠি দিয়ে জবাব চেয়েছে।
কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি আ.ফ.ম আহসান উদ্দিন টুটুল জানান, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সহ ৭ নেতা নূর-উর রহমান মাহমুদ তানিম ও এড: আনিসুর রহমান মিঠু’র পক্ষে ব্যস্ত। এ অবস্থায় গত ২২ ডিসেম্বর কুমিল্লা জেলা আ’লীগের বর্ধিত সভায় তাদেরকে সতর্ক করার সিদ্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক জেলা ছাত্রলীগ সভাপতি গতকাল ২৩ডিসেম্বর ছাত্রলীগ নেতাদের কে এ চিঠি দিয়ে দ্রুত কারন জানতে চান। চিঠির জবাব চাওয়া অন্য ছাত্রলীগ নেতারা হলেন সহ-সভাপতি নাজমুল ইসলাম, সফিকুর রহমান, যুগ্স সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূইয়া , ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ওয়াছিউর রহমান ও মাইনুল।