ফলোআপ : কচুয়ায় কিশোর জুয়েল ৬ মাস শিকলে বন্দী ”কুমিল্লাওয়েবে সংবাদ প্রকাশের পর অবশেষে কিশোর জুয়েল মুক্ত”

আলমগীর তালুকদার, কচুয়া চাঁদপুর, ২২ ডিসেম্বর :

চাঁদপুরের কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্দিদশা থেকে মুক্ত করলেন কিশার জুয়েলকে। বার্তা সংস্থা ও অনলাইন দৈনিক জিনিউজ বিডি ২৪ ডটকম, অনলাইন কুমিল্লা ওয়েব, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর ও চাঁদপুর দর্পন পত্রিকায় “কচুয়ায় কিশোর জুয়েল ৬’মাস শিকলে বন্দি” সংবাদটি ২১ ডিসেম্বর প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ূয়া ও কচুয়া থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে জুয়েলকে বন্দি দশা থেকে মুক্ত করলেন। ইউএনও জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে তার চিকিৎসা করান, ডাক্তারগন জানান চিকিৎসার অভাবে ও অবহেলায় কিশোর জুলের এ অবস্থা সৃষ্টি হয়েছে । কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া আমাদের কচুয়া সংবাদদাতাকে বলেন স্থানিয় ডাক্তারগনের চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে জুয়েলকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে । কোন মানুষকে এ ভাবে পায়ে শিকল বেধে রাখা ঠিক নয় । প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় ।

কিশোর বাহার উদ্দিন আলম জুয়েলকে গত কয়েক বছরে দফায় দফায় তার পরিবারের সদস্যরা কারনে-অকারনে পায়ে বড় তালা লাগিয়ে লোহার শিকল বেধে মানসিক ও শারীরিক নির্যাতন করছে বলে অভিযোগ উঠে। মঙ্গলবার সকালে মানবাদিকার কর্মী ও স্থানীয় সাংবাদিক গন সরজমিনে পনশাহী পাঠান বাড়ীতে গিয়ে এ দৃশ্য দেখেন । এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন- কিশোর জুয়েলকে এভাবে প্রতিনিয়ত শিকলে বেধে নির্যাতন ও আটকিয়ে রাখায় সে বাধ্য হয়ে স্নেহ মায়া মমতার অভাবে এরকম হয়েছে। শিকল দিয়ে বেধে রাখা মানবাধিকার লঙ্ঘন বলেও সচেতন মহল মনে করেন ।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply