সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
কুমিল্লার ময়নামতিতে গতকাল ২১ডিসেম্বর বুধবার দুপুরে আ’লীগ সন্ত্রাসীরা ব্যবহারের উপযোগী প্রায় শতবর্ষের পুরোনো একটি মসজিদ সংস্কারের নামে ভেঙ্গে ফেলেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা আলী আহমেদ ও শরাফত আহমেদ ১৯২৭-৩০ সাল সময়ের মধ্যে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থে এই পাকা মসজিদটি নির্মান করেন। স্থানীয়ভাবে জমির মূল্য বেড়ে যাওয়ায় ময়নামতি ইউনিয়নের স্থানীয় আ’লীগের প্রভাবশালী নেতারা উদ্যোগী হয়ে মসজিদের নামে থাকা ৪৬ শতক ওয়াকফ’র মূল্যবান সম্পত্তি অর্ধকোটি টাকায় বিক্রি করে অজ্ঞাত কারনে মসজিদটি ভেঙ্গে নতুন করে নির্মানের উদ্যোগ নেয়। মসজিদের জন্য ওয়াকফ কৃত জমির দলিলে দাতারা। এই জমি কখনও বিক্রি করা যাবে না। এর আয় থেকে অর্থ মসজিদের কাজে ব্যবহৃত হবে বলে উল্লেখ করলেও প্রভাবশালী চক্রটি ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি সম্প্রতি বিক্রি করে দেয়। পরে গত এক সপ্তাহ ধরে একটু একটু করে ভেঙ্গে গত ২০ডিসেম্বর দক্ষিনও পূর্ব দিকের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। গতকাল বুধবার দুপুরে মসজিদের মূলভবন ভাংগা শুরু করে। মসজিদটি না ভাংগার জন্য বহু অনুনয় বিনয় করলেও তারা কর্নপাত করেনি। বিষয়টি স্থানীয়ও পুলিশ প্রশাসনকে জানালেও অজ্ঞাত কারনে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান,মসজিদটি সর্ম্পূণ ব্যবহারের উপযোগী ছিল। কিন্তু কেন এটা ভেঙ্গে ফেলা হলো তা বোধগম্য নয়। এদিকে মসজিদটি রক্ষার জন্য স্থানীয় এমপি আবদুল মতিন খসরুর সাহায্য চাইলে তিনি বিষয়টি পারিবারিক বলে এড়িয়ে যান। মসজিদের ওয়াকফ করা জমি বিক্রি করে সে টাকায় মসজিদ নির্মানের বৈধতা নিয়েও স্থানীয়দের মাঝে চরমক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলছে না।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...