জামাল উদ্দিন স্বপন:
বাঁশ বেতের কাজ করে স্বাভলম্বী হয়েছেন রিনা বেগম। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কাছারি গ্রামের শারাফাত আলীর স্ত্রী। রিনা ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী।
জানা গেছে, ২০০৯ সালের মার্চ মাসে এনজিও সংস্থা মুসলিম এইড থেকে ছয় হাজার টাকা ঋণ নিয়ে বাঁশ- বেতের কাজ শুরু করেন। ২০১০ সালের এপ্রিল মাসে আবারো দশ হাজার টাকা ঋণ নিয়ে বাঁশের ও বেত দিয়ে তৈরী ঝুড়ি, খাঁচা, চালন ও মোরা ইত্যাদি পাইকারী বিক্রি করেন। চারদিকে রিনা বেগমের বাঁশের তৈরী জিনিসের পরিচিতি বাড়ায় প্রতিদিনই পাইকারী ও খুচরা বিক্রি বাড়ছে। এতে রিনা স্বাভলম্বী হয়ে উঠেছে। তার মতো ওই এলাকার রানু, তাহেরা ও শিউলী বেগমসহ আরো অনেকে এরকম কাজে জড়িয়ে পড়ছেন।