শামীমা সুলতানা :
শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিডি ফাউন্ডেশন কর্তৃক ২১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানকে সমাজসংস্কারমূলক ব্যতিক্রমী কলাম লেখার স্বীকৃতি স্বরূপ নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক’১১ প্রদান করা হয়। পদক তুলে দেন, জীবন্ত কিংবদন্তি প্রখ্যাত ভাষা সৈনিক আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. মজিবুর রহমান ফকির (এমপি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, রাজশাহী ৫ আসনের এমপি মো. আবদুল ওয়াদুদ সরকার, বিটিআরসির সাবেক চেয়ারম্যন সৈয়দ মার্গুব মোর্শেদ, ড. হাবিবুর রহমান খান, এ্যাডভোকেট আবদুল মান্নান পাঠান প্রমুখ। উল্লেখ্য কবি আলী আশরাফ খান ইতোপূর্বে সামাজিক অবক্ষয়রোধে কলাম লেখার অবদান স্বরূপ মাদার তেরেসা স্বর্ণপদক, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারসহ জাতীয় মানের বহু পদকে ভূষিত হন।
Check Also
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার কবলে খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর : ছাত্রদলকর্মী নিহত
দাউদকান্দি প্রতিনিধি :– কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ ...