ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণ পরিষদ সদস্য সৈয়দ এ. কে. এমদাদুল বারী। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক। অনুষ্ঠানে নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল বারী বলেন, দায়িত্ব গ্রহণে আমি সকলের সহযোগিতা চাই। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করব, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...