আরিফুল ইসলাম সুমন, আখাউড়া সীমান্ত থেকে ফিরে :
আখাউড়া স্থলবন্দরের দক্ষিণ দিকে বাউরতলা সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে দিনে ও রাতে সড়ক নির্মাণ করে চলেছে ভারতীয় বিএসএফ। গত কয়েকদিন ধরে শতাধিক শ্রমিক বেশক’টি ট্রাকে মাটি এনে সড়কের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে সীমান্তবর্তী মোগড়া ইউনিয়নের জনসাধারণের মাঝে চরম উদ্বেগ, উৎকন্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, বিজিবি জওয়ানরা সড়ক নির্মাণে বাধা দিয়েছিল। কিন্তু ভারতীয় বিএসএফ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেই তারা এ সড়ক নির্মাণ করছেন। এ বিষয়ে মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নান্নু মিয়া জানান, সীমান্তবর্তী সানারবাদী গ্রামের কাছে জিরো পয়েন্টে ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ করছে। ওই এলাকাটি সীমান্তের মেইন পিলার ২৩০০ থেকে সাবপিলার পিএফ ২৪/১-এর মধ্যে। বেশকিছু দিন যাবত শতাধিক শ্রমিক ট্রাকে ট্রাকে মাটি এনে সড়ক নির্মাণ করছে। বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানো হলে, তারা বলেন সড়ক নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চেয়ারম্যান আরো জানান, জিরো পয়েন্টে বিএসএফ রাতদিন সড়ক নির্মাণের কাজ করার ফলে স্থানীয় লোকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে স্থানীয় লোকজন জানান, বিএসএফ’রা শত শত শ্রমিক দিয়ে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় গিয়েছিল। কিন্তু তারা সড়ক নির্মাণ কাজ বন্ধ করেনি।