খালেদ বিন রহমান, প্যারিস থেকে :
শনিবার চ্যানেল S টেলিভিশন এর ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে সুধী সমাবেশ ও আনন্দ উত্সবের আয়োজন করে চ্যানেল S । অত্যান্ত জাকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে ৮ম জন্ম বার্ষিকী । এদিকে ২০১২ সাল হতে বাংলাদেশকে ফ্রান্সের ইনটেরিঅর মিনিষ্টি কর্তৃক নিরাপদ রাষ্ট্র হিসাবে ঘোষনা করার ফলে এসাইলাম প্রার্থী হাজার হাজার বাংলদেশীরা হতাশার মধ্যে আছে ।
বাংলা টেলিভিশন চ্যানেল , চ্যানেল S, প্যারিসের মেট্রো হোসে ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে সুধী সমাবেশ ও আনন্দ উতসবের আয়োজন করে । অনুষ্ঠানের শুরুতে চ্যানেল এস এর চেয়ারম্যান জনাব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি কে জন্ম দিনের কেক ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয় । অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় স্বাধীনতার মাস উপলক্ষে ”বিজয় ফুল” পরার মধ্য দিয়ে । তারপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ১মিনিট নীরবতা পালন করা হয় । জনাব সামাদ চৌধুরী , চ্যানেল S এর অগনিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের ভালবাসায় চ্যানেল S গত ৭টি বছর অত্যন্ত সাফল্যের সাথে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংস্কৃতি ও মানুষ এবং ইসলামী সংস্কৃতির কথা বলে আসছে । আপনাদের প্রিয় এই চ্যানেলকে কিভাবে নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে আরো উন্নত ও সেবার মান বাড়ানো যায় , সে ব্যাপারে সাহায্য ও সহযোগিতা কামনা করেন । জনাব খালেদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব তজম্মুল টনি হক(সাবেক রাষ্টদ্রুত, বাংলাদেশ) , জনাব কাজী এনায়েত উল্লা (জিএসএ , উজবেকিস্থানে এয়ারওয়েজ) ,জনাব এম এ তাহের , জনাব শরীর আল মমিন প্রমুখ । বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানো ও বাংগালী কমিউনিটির উন্নতির ব্যাপারে গুরত্ব আরোপ করেন এবং চ্যানেল S এর উত্তর উত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন ।
অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয় মহান জাতীয় সংগীত দিয়ে । তারপর “আমরা এনেছি দিন বদলের দিন“ গানের সংগে নৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা । একে একে মনো মুগ্ধকর বাংলা গান ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা । মেট্রো হোসের হল দর্শকে কানায় কানায় পরিপূর্ন , ফিরে পেল প্রবাসে আরেক বাংলাদেশ । ক্ষণিকের জন্য চরম হতাশাকে ভুলিয়ে দিল চ্যানেল S ।