সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তালিকাভূক্ত সন্ত্রাসী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। এছাড়াও গত বছরের ১০ অক্টোবর যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় প্রদশিত অস্ত্র ও অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হবে। গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের এস.এ বারী সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃংখলা কমিটির সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান এসব কথা বলেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, ৩৩ বিজিবি’র অধিনায়ক মেজর রূপায়ন বড়–য়া, জিএম সিকান্দার প্রমুখ।