প্রবাসীদের সাথে বাংলাদেশের স্বার্থ অঙ্গাঅঙ্গীভাবে জড়িত —-এ এম এম ঈসা

প্রেস বিজ্ঞপ্তি :

(ডব্লিউ ডব্লিউ ডব্লিউ . আই টি ডি পি সি. অ আর জি ) ইন্টারন্যাশনাল ডাম প্রিভেনশন কমিটি। এই ওয়েবসাইটে গিয়ে সাক্ষর করার জন্য প্রচার সভা অনুষ্ঠিত। জাতিসংঘে দাখিলকৃত ই পিটিশনে ১০০,০০০ হাজার সাক্ষর গ্রহন স¤œদ্ধে প্রচারের লক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় বলা হয় প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে আর এখন সময় এসেছে এই প্রবাসীরাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে হবে। আর্ন্তজাতিক সকল নিয়ম কানুন উপেক্ষা করে ৫৪টি নদীর মধ্যে ৪২টিতে বাধ দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতাকে হেয় প্রতিপন্ন করেছে। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নিয়ে ভারতের ছিনিমিনি খেলা আর কোন ভাবেই সহ্য করা হবে না। গত ১২ই ডিসেম্বর সমবার যুক্তরাজ্যের নিউক্যাসেল, সাউথশীল্ড, সান্ডারল্যান্ড এবং নর্থ টাইনসাইডসহ আশে পার্শের এলাকা নিয়ে গঠিত নর্থ ইষ্ট অঞ্চলের এক মতবিনিময় সভা নিউক্যাসেল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপরোক্ত মন্তব্য করেন আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আহবায়ক এ এন এম ঈসা। টিপাইমুখ বাধের ক্ষতিকর দিকগুলো তিনি ব্যখ্যা করেন এবং ভারত যে সকল আর্ন্তজাতিক আইন লঙ্গন করছে তার বিশদ আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, ভারত জাতিসংঘ নীতিমালা (১৯৯৭) লঙ্গন করছে। আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ সান্ডারল্যান্ড কমিটির আহবায়ক সৈয়দ খালেদ মিয়া অলিদ বলেন টিপাইমুখ বাধ প্রতিরোধে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধ দিলে ভারত কোন অবস্থাই এই বাধ দিতে পারবে না। আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির নিউক্যাসেল শাখার আহবায়ক জনাব মতলিব মিয়া বলেন, মহান আল্ল¬াহ পাক বলেছেন- ”তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা কর আমি আমি ফলাফল দেওয়ার মালিক”। আমরা চেষ্টার কোন ত্রুটি করতে চাই না। আর্ন্তজাতিক আইনের লঙ্ঘন করে বেআইনিভাবে কেউ কিছু করবে আর আমরা তা মেনে নিবো না। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব মোগল মিয়া, আব্দুর রউফ, সৈয়দ আব্দুস সালাম রাজা, মোঃ শাহজাহান শেখ, মোঃ আব্দুল মতলিব, সিরাজ মিয়া, মুজিবুর রহমান, হাসান আহমদ, সৈয়দ খালেদ মিয়া অলিদ, সৈয়দ আতাউর রহমান, এম এ রকিব সিকদার, মাহবুবুল আলম চৌধুরী, সৈয়দ মুসাদ্দেক আহমদ, আলাউর রহমান, জুনেদ আহমদ খান, মোহাম্মদ মুড়ল, আহছানুজ্জামান, মাহী এ চৌধুরী, রাজু আহমদ, সিরাজ উদ্দিন, কামাল উদ্দিন বারি, মোঃ শাহাবুদ্দিন, রুবেল মাহমুদ, শামীম আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াহিদ খান, ফয়েজ উদ্দিন, আব্দুল খালিক প্রমুখ। সভায় বক্তরা বলেন, টিপাইমুখ বাধঁ ভারত যেখানে করতে চায় সেই এলাকাটি বিশ্বের সর্বাধিক ভূমিকম্পন ঝুকিপূর্ণস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। তাই যে কোন সময় ভূমিকম্পের ফলে বাঁধ ভেঙ্গে পানির স্রোতে ভেসে যেতে পারে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লিলাভূমি বৃহত্তর সিলেটের অববহিকা। সকলেই বানের স্রোতে ভেসে যেতে হবে। সুতরাং বাংলাদেশকে রক্ষার প্রশ্নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে বাঁধ নির্মানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তানা হলে জাতীয় জীবনে ফরাক্কার মতো আরও একটি অভিশাপ নিয়ে টিপাইমুখ বাধঁ আমাদের জাতির অস্থিত্ব বিপন্ন করে ফেলবে। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সর্বদাই ভারত আমাদের বন্ধুর পরিচয় দিয়েছে। তাই বন্ধুসুলোভ ব্যবহার করবে এটাই কাম্য অবশ্যই প্রভুর ন্যায় নয়। তারা বলেন আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আহবায়ক এ এন এম ঈসা। তিনি বলেন আর বসে থাকা যায় না, যার যা কিছু আছে তা নিয়ে টিপাইমুখ বাধ প্রতিরোধে ঝাপিয়ে পড়লে ভারত কোন অবস্থায়ই টিপাইমুখ বাধ দিতে পারবে না। সভায় ভারতের কাছে প্রশ্ন করা হয় যে, সুরমা কুশিয়ারা আর্ন্তজাতিক নদী কি না? সুরমা কুশিয়ারার পানি যদি ভারত থেকে এসে থাকে তবে এগুলো আর্ন্তজাতিক নদী। আর আর্ন্তজাতিক নদীতে কোন এক দেশ চাইলেই বাধ দিতে পারে না। জাতিসংঘের মাধ্যমে আমরা আমাদের অধিকার বহাল রাখব। সভায় সর্ব সম্মতভাবে ই পিটিশনে সাক্ষর গ্রহনের জন্য ব্যাপক প্রচার করা সিদ্ধান্ত গ্রহন করা হয়। জীবন দিয়ে হলেও জীবন ধবংশকারী এই টিপাইমুখ বাধঁ প্রতিরোধ করে বাংলাদেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা ঘোষনা করা হয় এবং পিটিশনে সাক্ষর করতে লগ ইন করে নাম দালিকা ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়।

Check Also

মিনি ওয়াক-ইন-সেন্টারের মাধ্যমে রবি’র গ্রাহক সেবা সম্প্রসারণ

ঢাকা :– গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি মিনি ওয়াক ...

Leave a Reply