কুমিল্লাওয়েব ডট কম (১৮ ডিসেম্বর, ২০১১):
রবিবার সকাল ১১ টার সময় লাকসাম-নাঙ্গলকোট সিএনজি ষ্টান্ডে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়।
স্থানীয় প্রত্যক্ষ দর্শীরা জানান ডিগ্রী কলেজ গেইটের সামনে সুজন হোটেলের পাশে সন্ত্রাসী জাফর, শাহিন, আলমগীর, হারুন ও কাঙ্গালি ইউসুপ সহ ৭/৮ জন লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট হাসপাতাল ভর্তি করায়।
সন্ত্রাসীরা তার সাথে থাকা একটি ক্যামেরা, একটি মোবাইল সেট, নগদ ৫ হাজার টাকা ও বস্ত্র খুলে নেয়। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় মামলা হয়েছে।