সরাইলে কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রলীগ ক্যাডাররা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাঙচুর করেছে ছাত্রলীগ ক্যাডাররা। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অল্প টাকায় ফরম পূরণের দাবীতে গতকাল শনিবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী এ হামলা চালায়।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরনের জন্য কলেজ কর্তৃপক্ষ নুনতম দুই হাজার টাকা ফি নির্ধারণ করেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে সানাউল্লাহ গিয়াস উদ্দিন ১৫ জন পরীক্ষার্থীর একটি তালিকা নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। সানাউল্লাহ গিয়াস উদ্দিন অধ্যক্ষের কাছে দাবি করেন ওই ১৫ জনের সবাই ছাত্রলীগের নেতা কর্মী তাদেরকে স্বল্প টাকায় পরীক্ষার পরম পূরণের সুযোগ দিতে হবে। কলেজের অধ্যক্ষ বাইতুল হোসেন খন্দকার দুই হাজার টাকার নিচে ফরম পূরনে অপারগতা প্রকাশ করলে তার কার্যালয়ে হৈচৈ ও ডাকচিৎকার করতে থাকে। এ সময় তারা অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করে। কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।

অধ্যক্ষ বাইতুল হোসেন খন্দকার বলেন, সানাউল্লাহ গিয়াস উদ্দিন ৫/৬ বছর আগে আমাদের কলেজের ছাত্র ছিল, বর্তমানে সে আমাদের ছাত্র নয়। সে যে তালিকা নিয়ে এসেছিল তাদের অধিকাংশই নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

ব্রা‏হ্মণবাড়িয়া ২ আসনের সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ওই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply