প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল জেলা আমীর সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অঞ্চল পরিচালক মোহাম্মদ আব্দুর রব বলেন- বর্তমান আওয়ামীলীগ সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নীপিড়ন করা হচ্ছে। তিনি বলেন- এ সরকার বাকশালী কায়দায সংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে। তিনি স্বৈরাচারী এ সরকারের হাত থেকে রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায়, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব হেফাজতের জন্য ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার গন আন্দোলনের আহবান জানান। সম্মেলনে কুমিল্লা মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা, নোয়াখালী জেলা, চাঁদপুর, বি.বাড়িয়া, ফেনী, লক্ষীপুর জেলা আমীরগন ছাড়াও অঞ্চল টীমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ও কাজী নজরুল ইসলাম খাদেম উপস্থিত ছিলেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...