মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা (কুমিল্লা) :
চান্দিনায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন পুষ্প স্তবক অর্পণ করেন। সকালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্কাউট দলের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। এসময় উপজেলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন, ইউএনও মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মো. ছফিউল আলম, ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন মোসলেম, সাফিয়া আক্তার, পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মো. আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
Check Also
কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা : জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী জেল হাজতে
কুমিল্লা প্রতিনিধি :– কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আটক জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী আদালতে জবানবন্দী ...