তিতাসে প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে বিজয়ের ৪০ বছর পূর্তি মহান বিজয় দিবস উদযাপন

নাজমুল করিম ফারুক, তিতাস থেকে :

কুমিল্লার তিতাসের উপজেলা পরিষদ, প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে বিজয়ের ৪০ বছর পূর্তি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংম্বর্ধনা, আলোচনা সভা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সংম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। এদিকে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের আওয়ামীলীগের মনোনীত নেতা অধ্যক্ষ আবদুল মজিদের নেতৃত্বে একটি বিজয় র‌্যালী গাজীপুর থেকে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন মাষ্টার, আবু মোতালেব পারুল, আনোয়ার হোসেন ভূঁইয়ার, আবদুর রশিদ, সামছুল আলম মোল্লা, আবদুল গাফফার, জাহাঙ্গীর আলম, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম মুরাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শওকত আলী ও সদস্য সচিব মহসীন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিজয় র‌্যালী কড়িকান্দি বাজার থেকে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিন, জানে আলম মোল্লা, হাজী মনির হোসেন, জসিম উদ্দিন, ডাঃ ফজুলল রহমান, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, লিয়াকত আলী, সামছুক হক মাষ্টার, আঃ করিম মুন্সি, আবুল হাসেম, মীর শওকত লিটন, আশিক মেম্বার, যুবলীগ নেতা শাহজাহান, সারমিন, রাশেদ, জিতু, জাকির হোসেন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম কাজল, সাগর মুন্সি প্রমূখ।

Check Also

তিতাসে মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

নাজমুল করিম ফারুক :— কুমিল্লার তিতাসে মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের নবীনবরণ অনুষ্ঠান গত শনিবার ...

Leave a Reply