সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে দুই গোষ্টির সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা বেশ’কটি ঘর-বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, শাখাইতি গ্রামের পুড়া হাটির মৃত আবদুর রহিমের পুত্র সাদেক মিয়া-(৩০) ও একই এলাকার মঞ্জুর আলী চেয়ারম্যানের গোষ্টির খলিল মিয়ার পুত্র হালিম মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে দু’গোষ্টির মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। এরপর থেকে মঞ্জুর আলী চেয়ারম্যানের গোষ্টির লোকজন পানিশ্বর বাজারে যাওয়া বন্ধ হয়ে পড়ে।
গতকাল সকালে গ্রামের সর্দার হাজী নুরু মিয়া, মন মিয়া মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, কাশেম মিয়া সহ আরো অনেক ব্যক্তি সালিশে বসেন। সর্দাররা দু’গোষ্টির নেতাদের সাথে আলাপ-আলোচনা করে মঞ্জুর আলীর গোষ্টির লোকদের বাজারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দুপুরের দিকে মঞ্জুর আলীর লোকজন বাজারে যাওয়ার পথে সাদেক মিয়ার লোকেরা হামলা করে। এতে দু’গোষ্টির লোকেরা ফের সংঘর্ষে লিপ্ত হয়। তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। পরে গ্রামবাসী এ রক্তক্ষয়ী সংঘর্ষ থামান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহতরা সরাইল ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা দেয়নি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন আছে।