মফিজুল ইসলাম খান
একটু পর শোনা যাবে মিয়া ছাবের পদচারণ
উঠে পর সাদা মিয়া আলো আঁধারের খেলা
নিরবে পালিয়ে যাই ।
গত হলে কিছু দিন থানা হয়ে না হয় আবার আসা যাবে
ডান্ডা হাতে মিয়া ছাব কাটাবে সময়
জেলখানাতো বাড়িঘর সুখের সংসার ।
লিখেছি নাম থালা বাটি কম্বলে
সাথীরা যেনো মনে রাখে একাত্তরের বিজয়ী বীর ঠাঁই নেয় বারবার
জানে না কি অপরাধ মুক্ত স্বদেশে ।
হৃদয়ে প্রেম আছে বলে স্বাধীন হয়েছে দেশ প্রিয় সখা
এই দেশতো বুক খোলা এক ষোড়শী
লুটেরা লুটে সোনা দানা ঠোঁটের কাঁপন ।
সময় নেই উঠে পড় আলো আঁধারে চুপিচুপি
ঠাঁই নিতে হবে বাসের ছাদে কাক পক্ষী ফাঁকি দিয়ে
প্রিয়ার বুকে লুকোতে হবে চকচকে পিস্তল প্রিয় সখা
বধুয়া আমার একা
শক্র কবলে
বিলম্বে তার স্বাধীনতা হরণ করে হরিলুট দেবে পঞ্চপান্ডব ।
পোড়া কপালী লুট হয়েছিলো যুদ্ধকালে
বুকে তাজা প্রেম দেহের ভাঁজে ভাঁজে কলংক ইতিহাস
হয়ে যায় বারবার লুটের মাল ।
ছাব্বিশ মার্চ সূর্য উঠার আগে তাই তুলে নেবো হাতে স্টেনগান
সরোষে ঘোষণা করবো স্বাধীনতার দাবী
লাখো জনতার রক্ত সতীত্বের ফসল মুক্ত এই দেশ
এখানে
আমার স্ত্রীর একা একা বসবাসের স্বাধীনতা চাই
স্বাধীনতা চাই ।