সাগর চৌধুরী :-
জীবিকার তাগিদে মানুষ দেশ থেকে দেশান্তরে পাড়ি জমায় । মৃত্যু তার সঙ্গী হয়ে পিচু যায় ।সৌদি আরবের পবিত্র মদিনা মনোওরার উপকন্ঠে গত ৭ ডিসেম্বর’১১ বুধ বার বিকাল ০৪.৩০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে এতে ঘটনাস্হলেই ১১ জন নিহত হন । এবং হাসপাতালে নেওয়ার পর ও চিকিৎসাধীন অবস্হায় আরও ২০ জন মারা যান । এদের মধ্যে তিন জন বাংলাদেশী নাগরিক ছিলেন ।বাকীরা মিশরী এবং ইথুপিয়(হাবেশী) । প্রায় ২৫ জনকে আশংকাজনক অবস্হায় সৌদি জার্মান ,মালিক ফাহাদ,মীকাত সহ আরো কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অনেকেরই এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি ।যাদের জ্ঞান ফিরেছে তারা ঠিকমত কথা বলতে পারছেন না ।ইতি মধ্যে এক বাংলাদেশীর মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে । তার নাম মুসা সরকার (২৮),পিতা ইসমাইল সরকার, গ্রাম চেনার চর, উপজেলা সোনার গাঁ , জেলা নাঃ গন্জ । গুরুতর আহত একই এলাকার নুরুজ্জামান (২৭) পিতা জালালউদ্দিন সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তার ভাই শফিক জানান, এই হাসপাতালে তিন জন বাংলাদেশী চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে একজনের জ্ঞান ফিরলেও অন্য দু‘জনের এখনও ফিরেনি ।আহত সকলে হাত ,পা, বুক, পিট, এবং মাথায় আঘাত প্রাপ্ত ।কর্ম্ স্হল থেকে বাস যোগে বাসস্হানে ফেরার পথে এই দূর্ঘটনাটি ঘটে ।
Check Also
রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...