সাগর চৌধুরী :-
আওয়ামী সরকার প্রবাসীদের দুঃখ কষ্টের ব্যাপারে উদাসীন,প্রবাসীদের প্রতি তাদের মায়া মমতা নেই —– সাংবাদিক শওকত মাহমুদ ।
আওয়ামী দলীয়করন,দুঃসাশন এবং দূর্নীতির ব্যাপারে সমগ্র বিশ্ববাসী এরই মধ্যে জেনে গেছে । সৌদি আরবসহ মুসলিম বিশ্বের সাথে এদের সুসর্ম্পক নেই ।তাদের নির্বাচনী প্রতিশ্রুতির দশ টাকার চাল ৫০ টাকা বিনামূল্যের সারের দাম ১৫০০ টাকা ।ঘরে ঘরে চাকুরী দেওয়া হবে বললেও বেকারত্বের সংখ্যা আরও দিন দিন বাড়ছে । টিপাই মূখ বাঁধের কারনে তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্হ হবে । সেই সাথে এই আওয়ামী সরকার প্রবাসীদের দুঃখ কষ্টের ব্যাপারে উদাসীন,প্রবাসীদের প্রতি তাদের মায়া মমতা নেই এবং সমস্যা সমাধানেও কোন উদ্বোগ নেওয়া হয়নি ।
গত ১৩ ডিসেম্বর’১১ মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের একটি হোটেলের হল রুমে রিয়াদে প্রবাসী বুড়িচং এবং ব্রাক্ষন পাড়া বি,এন,পি‘র অভিষেক অনুষ্ঠিত হয় । এতে বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা,জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বুড়িচং ও ব্রাক্ষন পাড়া বি,এন,পি‘র সম্বন্বয়ক সাংবাদিক শওকত মাহমুদ তার বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন ।এতে সভাপতিত্ব করেন বুড়িচং ও ব্রাক্ষন পাড়া বি,এন,পি‘র সভাপতি আলাউদ্দিন । প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রবাসী কুমিল্লা জেলা বি,এন,পি‘র সভাপতি ইয়াকুব চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন রিয়াদ প্রবাসী কুমিল্লা জেলা বি,এন,পি‘র সাঃ সম্পাদক জামাল পাটোয়ারী এবং রিয়াদ প্রবাসী কুমিল্লা জেলা বি,এন,পি‘র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (হাবিব) ।
স্বাগত বক্তব্য রাখেন জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক বুড়িচং ও ব্রাক্ষন পাড়া বি,এন,পি রিয়াজউদ্দিন রিয়াজ যুগ্ন সাঃ সম্পাদক বুড়িচং ও ব্রাক্ষন পাড়া বি,এন,পি, মহিউদ্দিন রিপন সাঃ সম্পাদক বুড়িচং ও ব্রাক্ষন পাড়া বি,এন,পি, প্রমূখ । উপস্হিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন থানার বি,এন,পি ও যুবদলের প্রবাসী নেতৃবৃন্দু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল আমিন সরকার সভাপতি প্রবাসী হোমনা বি,এন,পি । প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দু ফুলের তোড়া দিয়ে নব গঠিত কমিটিকে বরন করে সবাইকে পরিচয় করিয়ে দেন ।