শামীমা সুলতানা :
জায়গার অভাবে কুমিল্লা জেলার হাইওয়ে পুলিশের ১টি থানা ও ৪টি ফাঁড়ি নিমার্ণ করা যাচ্ছে না। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, থানা ও ফাঁড়ি নিমার্ণের জন্য ২০০৯ সালে অর্থ বরাদ্ধ পেলেও ভবন নিমার্ণের যথাযথ জায়গা না পাওয়ায় থানা ও ফাঁড়িগুলো নির্মাণ করা যাচ্ছে না। জানা যায়, সারা বাংলাদেশে ৫০টি হাইওয়ে থানা ও ফাঁড়ি নির্মান করা হবে এর মধ্যে ৫টি কুমিল্লা জেলায়। তবে জায়গার অভাবে নির্মিত হবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কুমিল্লার ময়নামতিতে থানা ও দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, লাকসাম, মিয়ারবাজারে হাইওয়ে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে। হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন না থাকায় ভাড়ায় থেকে থানা ও ফাঁড়ি পরিচালনা করে আসছে। এর কারনে সরকার দেশব্যাপি ৫০টি হাইওয়ে থানা ও ফাঁড়ি নির্মাণের জন্য ২০০৯ সালে অর্থ বরাদ্দ করলেও সড়ক ও জনপদ বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় জায়গা না পাওয়া থানা ও ফাঁড়ি নিার্মাণে বিলম্ব হচ্ছে।
হাইওয়ে পুলিশের ডিআইজি হুমায়ূন কবির পি.পি.এম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাংলাদেশে ৫০টি থানা ও ফাঁড়ি নির্মাণের অর্থ পেয়েছি দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফাঁড়ির নির্মাণ কাজ প্রায় অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে। কুমিল্লায় জায়গা না পাওয়ায় টাকা থাকার পরেও থানা ও ফাঁড়ির নির্মাণে বিলম্ব হচ্ছে। তিনি আরো জানান, গত ১০ ডিসেম্বর শনিবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে আমাদের এই জায়গার সমস্যা সম্পর্কে অবহীত করেছি এবং তিনি এই সমস্যা সমাধানের শতভাগ আশ্বাস দিয়েছেন।