দাউদকান্দির বীটতলায় গর্ভবতীকে মারধর : মৃতসন্তান প্রসব

শামীমা সুলতানা :

দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জের বীটতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ ডিসেম্বর এক গর্ভবতী মহিলাকে অমানবিকভাবে তলপেটে লাথি ও মারধর করায় এবং চিকিৎসকের অবহেলার কারণে ১৩ ডিসেম্বর পেটের সন্তানের মৃত্যু হয়।

ভিকটিম পারুল আক্তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পার্শ্ববর্তী বাড়ির দুই শিশুর খেলাকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। এ ঘটনার জের ধরে একই বাড়ির মোহন মিয়ার পুত্র মোঃ মফিজ, আমির হোসেন, জহির মিয়া এবং তার কন্যা রোকসানা আক্তার ও র্মোশেদা আক্তার পাশের ঘরের মোঃ দয়াল মিয়ার ঊঠানে তার কন্যা ও কালাডুমুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী ৯ মাসের গর্ভবতী পারুল আক্তারকে এলোপাতাড়ি লাথি, ঘুষি, কিল মেরে মারাত্মকভাবে জখম করে। এসময় পারুল আক্তারের মা পিয়ারা বেগম মেয়েকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় গর্ভবতী পারুল আক্তারকে গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শেখ ফৈইয়াজ শামসুদ্দিন তাকে প্রাথমিক চিকিৎসার নামে ৮ ঘন্টা বসিয়ে রাখে এবং পরে হাসপাতালে ভর্তি না করে রহস্যজনকভাবে রাতে বাড়িতে পাঠিয়ে দেয়। সোমবার রাতে ওই গর্ভবতীর প্রচুর রক্তক্ষণ হয় এবং সে একটি মৃত পুত্র সন্তান প্রসব করে।

এ সংবাদ পেয়ে ঘটনা স্থলে এবং হাসপাতালে ছুটে যান একদল সাংবাদিক এবং সমাজকর্মী। তারা ঘটনার সত্যতা পেয়ে উপর মহলে অবহিত করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন প্রশাসন। এব্যাপারে সমাজকর্মী কবি কলামিস্ট আলী আশরাফ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন,‘ সমাজে আইনের শাসন না থাকায় দিনে দিনে সমস্যা প্রকটাকার ধারণ করছে। প্রভাবশালীরা টাকা ও ক্ষমতার জোরে সমাজে নানারকম বিশৃংখলার সৃষ্টি করছেন। পাশাপাশি থানা পুলিশের দুর্নীতি-ঘোষ বাণিজ্যের কারণে সাধারণরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের উচিৎ এ বিষয়গুলোকে গুরুত্ব দেয়া।’ সংবাদপ্রেরণের আগ পর্যন্ত ভিকটিমের অবস্থা আশংকাজনক। মামলার প্রস্তুতি চলছে।

Check Also

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার কবলে খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর : ছাত্রদলকর্মী নিহত

দাউদকান্দি প্রতিনিধি :– কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ ...

Leave a Reply