মোঃ শরিফুল আলম চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) থেকেঃ
মঙ্গলবার কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩নং আন্দিকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াব সরকার কে কুমিল্লার ২নং আমলী আদালত চত্বর এলাকা থেকে কুমিল্লা কোর্ট পুলিশ অবশেষে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
স্থানীয় ও মামলার এজহার সূত্র জানা যায়, মুরাদনগরের আন্দিকুট ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান নোয়াব সরকার এর সাথে একই ইউনিয়নের কৈশার গ্রামের রূপা কেমিক্যালস লিঃ এর পরিচালক জহিরুল ইসলাম খোকনের সাথে গত ৬ জুলাই পূর্ব বিরোধের জের ধরে আন্দিকুট ব্রীজের উপর চেয়ারম্যান নোয়াব সরকার তার সশ্বস্ত্র সন্ত্রাসীদের কে নিয়ে ব্যবসায়ী খোকনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে হামলা চালায়। ওই ঘটনায় আন্দিকুট ইউপির চেয়ারম্যান নোয়াব সরকার সহ ৫ জনকে আসামী করে মুরাদনগর থানায় জহিরুল ইসলাম খোকন বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মুরাদনগর থানার মামলা নং- ০৫ তাং-০৭/০৮/১১ ইং বুধবার দুপুরে আন্দিকুট ইউনিয়নে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন কালে সাংবাদিক কে ভুক্ত ভোগীরা অভিযোগ করে বলেন চেয়ারম্যান ও তার বাহীনির অত্যাচারে অতিষ্ট হয়ে ওই এলাকার সতেরটি সংখ্যালঘু পরিবার এলাকা ছেড়েছেন। এ ব্যাপারে চেয়ারম্যান নোয়াব সরকারের পরিবারের সাথে কথা বলার জন্য বার বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য চেয়ারম্যান নোয়াব সরকারের বিরুদ্ধে হত্যা, চাঁদা বাজি ও ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে আলোচিত চেয়ারম্যান নোয়াব সরকার গ্রেফতারের খবরে আন্দিকুট ইউনিয়নে এর রিপোর্ট লেখা পর্যন্ত আনন্দ উল্লাস চলছিল।