জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের আটকের প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর একে এম নাজির আহমেদ ও হামিদুর রহমান আজাদ এমপি সহ ৭ শীর্ষ নেতৃবৃন্দদের আটকের প্রতিবাদে গতকাল সোমবার কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহানগর নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক, সেক্রেটারী মুসলেহ উদ্দিন, সহ-সেক্রেটারী সৈয়দ মোতাহের আলী দিলাল, আদর্শ সদর দক্ষিণ থানা আমীর অধ্যাপক জাকির হোসেন, পশ্চিম শাখার আমীর মাওলানা আব্দুল কাইয়ুম মুজমদার, বিশ্ববিদ্যালয় শাখা আমীর সানাউল্লাহ মজুমদার, আদর্শ সদর উত্তরের সেক্রেটারী মাহবুবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সকাল ১০ টায় কান্দিপাড় থেকে শুরু হয়ে মনোহরপুর চৌমুহনীতে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন- নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক। তিনি বলেন- মিথ্যা মামলা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আটক করে এ সরকার আওয়ামী বাকশালী চরিত্রই প্রতিফলন ঘটিয়েছে। স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশের আপামর জনতার প্রতি আহবান জানান। অনতিবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি না দিলে আগামী দিনে রাজপথ আরো উত্তপ্ত হবে। দেশ ও জাতির ন্যায় বিচার পাওয়ার অধিকারের স্থল আদালতকে নিরপেক্ষ ও ন্যায় নিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান।

Check Also

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...

Leave a Reply