নাজমুল করিম ফারুক, তিতাস :
তিতাসের গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আরিফ মাহামুদকে আহ্বায়ক ও মাহফুজুল ইসলাম সাইমুমকে সদস্য সচিব করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্মা আহ্বায়ক হচ্ছেন অধ্যাপক মতিন সৈকত, সামিউল আহছান শামীম, আবুল খায়ের, এসএম মিজান পাপ্পু, শাহাদত হোসেন শিকদার ও মোঃ মামুন। জাসাস জাতীয় নির্বাহী কমিটির সভাপতি এমএ মালেক এবং সাধারণ সম্পাদক মনির খান গত ৭ ডিসেম্বর কুমিল্লা (উত্তর) জেলা জাসাসের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। এমএ মালেক ও মনির খান নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আরিফ মাহামুদ ও মাহফুজুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা (উত্তর) জেলা জাসাস শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের সব অগণতান্ত্রিক দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা রাখতে সক্ষম হবে।